চ্যানেল আইয়ের সাবেক গাইবান্ধা জেলা প্রতিনিধি ও গোবিন্দগঞ্জ উপজেলার প্রবীন সাংবাদিক নিজাম উদ্দিন প্রধান তিনি আর নেই!আজ শুক্রবার (১০ জুলাই ২০২০) ভোর ৬ টায় মস্তিক্যে রক্ত খরন জনিত কারনে তার নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।এদিন বাদ যোহর মরহুমের জানাযা শেষে গোবিন্দগঞ্জ পৌরগোরস্থানে দাফন করা হয়েছে।তিনি চ্যানেল আই এর বর্তমান গাইবান্ধা জেলা প্রতিনিধি সংবাদিক ফারুক হোসেনের পিতা। এছাড়া নিজাম উদ্দিন প্রধান চ্যানেল আই এর সংবাদ বিভাগ প্রতিষ্ঠা কালিন সময় থেকে ২০০৬ সাল পর্যন্ত সুনামের সহিত গাইবান্ধা জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন গণমাধ্যমে জেলা উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে এক স্ত্রী,দুই পুত্র সন্তান সহ অনেক গুণগ্রাহী রেখে গেছে। এদিকে প্রবীন এই সাংবাদিকের মৃত্যুতে গভীরশোক ও সমবেদনা প্রকাশ করেছে গাইবান্ধা জেলার সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।