চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে নতুন করে ২০ জন । এনিয়ে জেলায় দাঁড়ালো ৪৯০ জনে আক্রান্তের সংখ্যা। এরমধ্যে সুস্থ হয়েছে ২৬৫ জন, ও মারা গেছে ৭ জন।শুক্রবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৬৪ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। তারমধ্যে ২০ জন করোনা শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৪ জনের মধ্যে পৌর এলাকারই ১৩ জন, আলমডাঙ্গা উপজেলায় ৩ জন ও দামুড়হুদা উপজেলায় ৩ জন ।তিনি জানান, বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৪৮ জন ও ১৪৮ জন হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।