বগুড়ার মাটিডালীতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়া সদরের খামার গ্রামের কিয়াম মণ্ডলের ছেলে রশিদুল ইসলাম, তেলিহারা গ্রামের আবু তাহেরের ছেলে আবু জাফর ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জালাদু শেখের ছেলে আজগর আলী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, ভোর সাড়ে ৬টার দিকে ৬/৭ জন লোক সড়ক পার হচ্ছিল। এ সময় মাটিডামী মুখী একটি পিকআপ তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনই নিহত হন এবং অপর তিনজন গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের (নিহত-আহত) উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। পরে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে আহতদের বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি হুমায়ন কবির জানান, পিকআপটি পালিয়ে গেছে। চালককে ধরার চেষ্টা অব্যাহত আছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।