হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরকালিগঞ্জ গ্রামে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৯ ডিসেম্বর) দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও মেডিকেল ক্যাম্পের উদ্ভোদন করেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আইনুল হক।

আওয়াজ মানব উন্নয়ন সংস্থার সহযোগিতায় মরহুম নেজাব আলী আকন্দ ও মরহুমা জমিলা বেগম স্মরণে দিনব্যাপী এ ক্যাম্পে ১ হাজার দুস্থ রোগীকে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ ক্যাম্পে আওয়াজ ফাউন্ডেশনের চীপ মেডিকেল অফিসার ডাঃ সাবরিনা আখতার এর নেতৃত্বে ডাঃ রোমানা ইসলাম, ডাঃ জান্নাতুল আলিশা আনোয়ার ও সেবিকা শিউলী খাতুন, রোকসানা খাতুন ও মিলি খাতুন দায়িত্ব পালন করেন।
এ উদ্বোধনী অনুষ্ঠানে সম্পাদক আইনুল হক বলেন, প্রয়াত বাবা-মার স্মরণে অসহায় দুস্থদের স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে নিজ অথার্য়নে প্রত্যেক বছর চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এতে সুবিধা বঞ্চিত গরিব, অসহায় রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ প্রদান, পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধ সরবরাহ করা হয়। দরিদ্র মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের কারণে গরিব মানুষ সেবা পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
এসময় আওয়াজ ফাউন্ডেশনের সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক খাদিজা আখতার, আইন সম্পাদক আলমগীর হোসেন, গণমানুষের আওয়াজ পত্রিকার বার্তা সম্পাদক আল আমিন সেলিম, প্রধান প্রতিবেদক হিরণ প্রধান, এ্যাডভোকেট এএইচ এম সাজেদুর রহমান, গণমানুষের আওয়াজ পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবির সুমনসহ আওয়াজ ফাউন্ডেশন, আওয়াজ মানব উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।