হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জে জমির দলিলের নকল তোলা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
সংঘর্ষের ঘটনায় বাঐতারা গ্রামের আবুল হোসেনের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে ২৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনাম ১০/১২জনকে আসামী করে মঙ্গলবার সকালে মামলা দায়ের করেন।
মঙ্গলবার (১০ জানুয়ারী) দুপুরে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিচালক (এসআই) ইব্রাহিম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও বাঐতারা গ্রামের মো. আব্দুল হাই মেম্বারের ছেলে মো. আরিফুল ইসলাম আরিফ, একই গ্রামের মো. বুলবুল এর ছেলে মো. শাকিল ও আল মাহমুদের ছেলে মো. শরিফ।
প্রসঙ্গ, জমির দলিলের নকল তোলা নিয়ে কেন্দ্র করে গত সোমবার বিকালে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট, পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ তার লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি ছুড়লে ২৫ জন গুলিবিদ্ধ সহ অন্তত ৪০ জন আহত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।