সংগীতশিল্পী আকাশ। তার গাওয়া “হারিয়েছি মন”, “মনের ঘরে”, “প্রিয়তমা”, রোববার (১৫ জানুয়ারি) ইউনাইটেড আরব এমিরেটসের উইনার স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিতব্য ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড Season 2’ অনুষ্ঠানে মঞ্চ মাতান তিনি । এখানে শেষ না, অনুষ্ঠানে চলচ্চিত্রের দুই গুনী তারকা ইলিয়াস কাঞ্চন এবং চিত্রনায়ক শাকিব খানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি । আকাশ তাঁর ফেসবুক পোস্টে পুরস্কার গ্রহণের ছবি শেয়ার করে লিখেছেন, ইয়াং রাইসিং স্টার হিসেবে চলচ্চিত্রের লিজেন্ড ইলিয়াস কাঞ্চন এবং চিত্রনায়ক শাকিব খানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে পেরে আমি অনেক আনন্দিত এবং সম্মানবোধ করছি। ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’- season 2এর আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।
রিয়েল হিরো’স এওয়ার্ড সিজন-২ এর আয়োজক ছিলেন মালা খন্দকার, রুবায়েত ফাতিমা টনি এবং জেইন প্রপার্টিজ (ইউএই) এর কর্ণধার জাহিদ হাসান। সার্বিক সহযোগিতা ছিলেন, অনি, তৌহিদ ও সোহেল রানা।