সিরাজগঞ্জে এক ভূয়া এনএসআই সদস্য আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩১) জানুয়ারি রাত ৮ টার দিকে সিরাজগঞ্জ জেলা এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ডিবি পুলিশের একটি চৌকস দল শহরের সনি হোটেলের সামনে থেকে হাফিজুল (সনি) নামে এনএসআই সদস্য পরিচয়দানকারী প্রতারককে আটক করে।
পরবর্তীতে আটককৃত প্রতারকের তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ গাজীপুর জেলার শ্রীপুর থানার রাজাবাজার এলাকা থেকে এনএসআই এর ভূয়া আইডি কার্ড, সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র, সেনাবাহিনীর পোষাক ও ব্যাগ জব্দ করে। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।