হুমায়ুন কবির সুমন : অপরিচ্ছন্ন পরিবেশে রান্না ও খাবার সরবরাহ করার দায়ে সিরাজগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে সিরাজগঞ্জ শহরের ২নং খলিফাপট্রি সড়কে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস.এম রাকিবুল হাসান এই অভিযান পরিচালনা করেন।
অভিযান শেষে এস.এম রাকিবুল হাসান জানান, অপরিচ্ছন্ন পরিবেশে রান্না ও খাবার সরবরাহ করার অপরাধে শহরের ২নং খলিফাপট্রি সড়কের তৃপ্তি হোটেলকে ১০ হাজার টাকা, খান মিষ্টিন্ন ভান্ডার কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।