সিরাজগঞ্জ সদর উপজেলার এডিপির টেন্ডার বাতিলের প্রতিবাদে ঠিকাদারদের সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জ সদর উপজেলার এডিপির ২৪ টি গ্রুপের টেন্ডার বাতিল করেছে জেলা প্রশাসন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে টেন্ডারে কাজ প্রাপ্ত ঠিকাদারগন।
বুধবার সকালে সিরাজগঞ্জ সদর উপর জেলা পরিষদ চত্বরের এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ঠিকাদাররা অভিযোগ করে বলেন, গত ২ এপ্রিল ২০২৩ সালে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসুচী এডিপির ২৪ টি গ্রæপের টেন্ডার নোটিশ দেয়া হয় এবং বিভিন্ন পত্রিকায় নোটিশ দেয়া হলে তারা সকল নিয়ম মেনে টেন্ডারে অংশ গ্রহন করে এবং লটারির মাধ্যমে কাজ পায়। কিন্ত উপজেলা প্রশাসন টেন্ডারের কার্যাদেশ না দিয়ে গড়িমসি করে। পরে সদর উপজেলার ১০ ইউপি চেয়ার্যান টেন্ডার পক্রিয়ায় অনিয় হয়েছে বরে জেলা প্রশাসনের নিকট লিখিত অভিযোগ করেন পরবর্তীতে চেয়ারম্যানদের পক্ষ থেকে সেই অভিযোগ প্রত্যাহারের আবেদন করা হলেও জেলা প্রশাসন সেই আবেদন গ্রহন না করেই ২৪ মে টেন্ডার বাতিল করে নোটিশ প্রদান করেন। ঠিকাদাররা বলছেন এই টেন্ডার বাতিলের কারনে তারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হবেন। টেন্ডারটি বহাল রেখে কাজ প্রাপ্ত ঠিকাদারদের কার্যাদেশ দেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসারের মত পার্থক্যর জন্য এই টেন্ডার বাতিল করা হয়েছে বলে মনে করছেন কাজ প্রাপ্ত ঠিকাদারগন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।