যুগের কথা প্রতিবেদক: সিরাজগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
” টেকসই দুগ্ধ শিল্প, সুস্থ মানুষ, সবুজ পৃথিবী ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে সিরাজগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালন উপলক্ষে বর্ণঢ্য র্যালী, আলোচনাসভা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুগ্ধ পানের মধ্যে দিয়ে রচনা চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ সকালে কালেক্টোরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। র্যালীটির উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান।
এরপর অফিসার্স ক্লাবে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগ সিরাজগঞ্জের আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ কুমার তালুকদার। বিশ্ব দুগ্ধ দিবস পালনের উপর গুরুত্ব আরোপ করে আলোচনাসভায় অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসিটিও শিক্ষা) মোঃ রায়হান কবির, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মাদ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার হান্নান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, খামারী আব্দুল মালেক, মশিউর রহমান, রিনা পারভিন।
এসময় জেলা ও উপজেলা প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তা, কর্মচারী ও খামারীগণ উপস্থিত ছিলেন।