এম হুসাইন তাড়াশ থেকে : তাড়াশ পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক পেলেন তাড়াশ পৌর আওয়ামী লীগের আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক (মেজ ভাই)।
আব্দুর রাজ্জাক তাড়াশ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, বীরমুক্তিযোদ্ধা ও তাড়াশ সদর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মরহুম এম মোবারক হোসেনের মেজ ছেলে।
শুক্রবার (৯জুন) রাতে আওয়ামী লীগের নির্বাচন মনোনয়ন বোর্ড কর্তৃক তাঁর নাম ঘোষণা করা হয়। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় সংসদ সদস্য, পৌর মেয়রদের নাম ঘোষণা করা হয়। ওই সভায় তাড়াশ নবগঠিত পৌরসভার প্রথম মেয়র নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মোঃ আব্দুর রাজ্জাক (মেজ ভাইয়ের) এর নাম ঘোষণা করা হয়।
বি:দ্র: নির্বাচন তফসিল ঘোষণা অনুসারে আগামী ১৭ই জুলাই তাড়াশ নবগঠিত পৌরসভার প্রথম মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।