যুগের কথা প্রতিবেদক: সিরাজগঞ্জের সয়দাবাদে চাঞ্চল্যকর সুমাইয়া খাতুন নাসরিন (১৯) হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২।
আজ বৃহস্পকিবার (১৯ অক্টোবর) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২’র স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।
গ্রেফতারকৃত আসামী হলেন,সিরাজগঞ্জ সদর উপজেলা সয়দাবাদ ইউপির পূর্ব মোহনপুর গ্রামের মৃত তোফাজ্জলের ছেলে মো. রোমান আহমেদ নোমান (২৫)
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ১৮ অক্টোবর সন্ধায় র্যাব-১২ এবং র্যাব-৪ এর একটি যৌথ আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় আশুলিয়া থানা এলাকায় অভিযান চালায়। পরে পল্লী বিদ্যুৎ এলাকায় থেকে হত্যা মামলার প্রধান আসামী মো. রোমান আহমেদ নোমানকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ৬ অক্টোবর বিকেলে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে সুমাইয়া খাতুন নাসরিনকে রোমান আহমেদ নোমানসহ ৩/৪ জন আকাশের বাড়িতে নিয়ে যায়। পরদিন নোমান তার বন্ধুদের সহযোগিতায় সুমাইয়া খাতুন নাসরিনকে অচেতন অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া খাতুনকে মৃত ঘোষনা করেন। এরপর মর্গের সামনে মরদেহ ফেলে রেখে রোমান সুমাইয়ার বাবাকে মোবাইল ফোনে তার মেয়ে আত্মহত্যা করেছে সংবাদ জানিয়ে