শাহিন রেজা: সিরাজগঞ্জ সদর উপজেলার পৌর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও চেকপোস্ট বসিয়ে ১৯০ বোতল ফেন্সিডিল ও ১ টি প্রাইভেট কারসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।
বুধবার (১০ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুলহাজ উদ্দীন।
এর আগে মঙ্গলবার (৯জুলাই) রাত ৯ টার দিকে সিরাজগঞ্জ পৌরসভাস্থ সিরাজগঞ্জ পৌর ভবনের দক্ষিণ পার্শ্বে বাজার স্টেশনগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে ধৃত আসামীদের বহনকৃত ১টি সাদা রংয়ের (টয়োটা করল ডি এক্র)প্রাইভেটকার তল্লাশী চালাইয়ে আটক করা হয়েছে।
এঘটনায় আটককৃত মাদক কারবারিরা হলেন, গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর থানার তরফ বাজিত গ্রামের মৃত হরেন্দ্রনাথ সরকার ছেলে শ্রী প্রদীপ চন্দ্র সরকার(৪৫), একই থানার জয়েনপুর গ্রামের কুসশ্বজের ছেলে এস.কে রঞ্জন দোলন(৪০), কিশামত খেজু গ্রামের বিজয় চন্দ্র মহন্তের ছেলে উজ্জল কুমার মহন্ত(২৬), রংপুর জেলার পীরগঞ্জ থানার খয়েরবাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ রফিকুল ইসলাম(৪২)।
গ্রেফতারকৃত ৩নং আসামী উজ্জল কুমার মহন্ত এর বিরুদ্ধে পিসি/পিআরঃ ধৃত ০৩নং আসামী উজ্জল কুমার মহন্ত(২৬) এর বিরুদ্ধে ০১টি মামলা ও ৪নং আসামী মোঃ রফিকুল ইসলাম এর বিরুদ্ধে ০৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।