ঢাকাশনিবার , ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সাবেক এমপি পুত্র মির্জা মোস্তফাজ্জামান

যুগের কথা প্রতিবেদক
আগস্ট ৭, ২০২৪ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক: সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ শহর পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা মোরাদুজ্জামান এর পুত্র ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজ্জামান।
(০৭ আগষ্ট ২০২৪), বুধবার সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থল নিউ কমিউনিটি ক্লিনিক এর সামনে থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করার আগে সকলের উদ্দেশ্যে মির্জা মোস্তফাজ্জামান বলেন, আজ ছাত্র-জনতা দেশটাকে পরিষ্কার করেছে। দেশটা পরিষ্কার পরিচ্ছন্নতা করতে গিয়ে কিছু ধ্বংসস্তুপের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ধ্বংসস্তুপ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি আরোও বলেন, ছাত্রদের ৯ দফা থেকে ১ দফা বাস্তবায়নের সময় কিছু দুষ্কৃতিকারীরা লুটপাট করেছে। দেশ নায়ক তারেক জিয়ার কঠোর নির্দেশে দুষ্কৃতিকারীদের লুটপাট বন্ধের কঠোর নির্দেশনা দিয়েছে। কোন বিএনপি নেতাকর্মীরা লুটপাট করতে থাকে, বাড়িঘর ভাংচুর করতে থাকে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আর দৃষ্কৃতিরা যদি লুটপাট, ভাংচুর করতে থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিরাজগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের সময় নিউ কমিউনিটি ক্লিনিকের এমপি ডা: আব্দুল আজিজ, সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার ও স্বেচ্ছাকর্মীরা।
এছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে ছাত্রদেরও পরিষ্কার পরিচ্ছন্নতা করতে দেখা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।