ঢাকাবুধবার , ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় পিতৃভূমির রক্ষা দিবস পালন করলো রাশিয়ান হাউজ

সঞ্জু রায়
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

 

ঢাকাস্থ রাশিয়ান হাউজে পিতৃভূমির প্রতিরক্ষা দিবস উপলক্ষে বুধবার এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, দেশপ্রেমিক, স্বাধীনতা সংগ্রামী ও রুশ সংস্কৃতির উৎসাহীরা অংশগ্রহণ করেন।
আয়োজনে আনুষ্ঠানিক বক্তব্য শেষ হওয়ার পরে দর্শনার্থীরা “দ্যা লাস্ট ব্যাটেল অব আননোন ওয়ার” চলচ্চিত্রটি উপভোগ করেন, যা রাশিয়ার ভাগ্য নির্ধারণকারী গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলোর একটি গভীর পুনরাবৃত্তি ঘটায়। এছাড়াও, প্রতিরক্ষা দিবসের ইতিহাস নিয়ে তৈরি কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা চলচ্চিত্রের বিষয়বস্তুর ভূয়সী প্রশংসা করেন। প্রদর্শনী শেষে অতিথিরা তাদের পূর্বপুরুষদের বীরত্বের স্মৃতি সংরক্ষণের গুরুত্ব এবং জাতীয় ঐক্য জোরদারে এ ধরনের ছুটির দিনের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।
ঢাকাস্থ রাশিয়ান হাউজ ঢাকায় বসবাসরতদের রাশিয়ার সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কার্যক্রম অব্যাহত রেখেছে, যা আমাদের দুই জাতির মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করছে। সামনে রয়েছে আরও নতুন প্রকল্প, যা রুশ আত্মার নানা দিক উন্মোচন করবে।
উল্লেখ্য, এই দিবসটি রাশিয়ায় প্রতি বছর সামরিক গৌরব, সাহস ও দেশপ্রেমের প্রতীক হিসেবে উদযাপিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।