ঢাকাবৃহস্পতিবার , ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সলঙ্গায় টিএমএসএসের অফিস থেকে বন্দী অবস্থায় শিশু সহ ৩ জনকে উদ্ধার, আটক ১

শাহিন রেজা
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক: সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে টিএমএসএসের অফিস থেকে বন্দী অবস্থায় শিশু সহ ৩ জনকে উদ্ধার করেছে পুলিশ।

বন্দী অবস্থায় উদ্ধার হওয়া ব্যাক্তি হাটিকুমরুল ইউনিয়নের চকপাড়া গ্রামের শহীদের ছেলে মোস্তফা (২২), তার স্ত্রী সপ্না খাতুন (২০) ও চার বছরের ছেলে সোয়াইব।

সোমবার (২৪ ফেব্রয়ারী) দুপুরে ৯৯৯ অভিযোগের ভিত্তিতে সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক মনোহর সঙ্গীয় ফোর্স নিয়ে টিএমএসএসের হাটিকুমরুল শাখার একটি তালাবদ্ধ রুম থেকে তাদের উদ্ধার করে।

এ ঘটনায় টিএমএসএসের হাটিকুমরুল শাখার ব্যাবস্থাপক রঞ্জু আহমদকে ঘটনাস্থল থেকে আটক করে সলঙ্গা থানায় নিয়ে যায় পুলিশ।

এবিষয়ে সলঙ্গা থানার চকপাড়া গ্রামের শহীদের ছেলে মোস্তফা গণমাধ্যম কর্মীদের বলেন, সোমবার সকাল ৯টায় টিএমএসএসের ব্যাবস্থাপক ফোনের মাধ্যমে আমাকে লোন দেওয়ার কথা বলে তাদের হাটিকুমরুল শাখার অফিসে ডাকলে আমি আমার স্ত্রী সপ্না খাতুন ও চার বছর বয়সের ছেলে কে নিয়ে
তাদের অফিসে গেলে ও-ই শাখার ব্যাবস্থাপকের নির্দেশে শাখার অন্য কর্মচারীরা আমাদেরকে একটি রুমের মধ্যে তালাবদ্ধ অবস্থায় আটক করে রাখে। এবং রুমের বাহির থেকে আমাদের মেরে ফেলে লাশ গুম করে দেওয়ার হুমকি দিতে থাকে।
তখন আমি এবং আমার স্ত্রী ও সন্তানের জীবন রক্ষার্থে তালাবদ্ধ রুমের মধ্যে থেকে আমার ব্যাবহিত মোবাইল থেকে ৯৯৯ এ কল দিলে আটকের ৪ ঘন্টা পর দুপুর ১টায় সলঙ্গা থানা পুলিশ এসে তালাবদ্ধ রুম থেকে আমার স্ত্রী সন্তানসহ আমাকে উদ্ধার করে।
এ ঘটনায় আমি তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে সলঙ্গা থানা পুলিশের এসআই মনাহার জানান, ৯৯৯ এর ফোন পেয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করেছি। সেই সাথে টিএমএসএস এর শাখা ব্যবস্থাপককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।