সিরাজগঞ্জের কামারখন্দে আবারো ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার নান্দিনামধু আমতলায় দুবাই প্রবাসী ঈসমাইল হোসেনের ডিসকভার হোন্ডা ( সিরাজগঞ্জ-হ-১২-২৫৪৬), স্মার্ট কার্ড ও নগদ ১২ লাখ ৪৬ হাজার টাকা লুট হয়েছে।
ইসমাইল হোসেন বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের সামছল হক খন্দকারের ছেলে। ইসমাইল জানান, ” আমার মা কিডনি, ডায়াবেটিক ও ক্যান্সারের রোগি। তার চিকিৎসার জন্য নগদ সাড়ে ১৩ লাখ টাকা জোগার করে বাড়ি ফিরছিলাম। ঢাকায় চিকিৎসার ওষুধ পত্র ও অন্যান্য খরচে ১ লাখ টাকা ব্যয় করে বাকি টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম।
কামারখন্দের নান্দিনা মধু আমতলায় একদল ডাকাত দেশীয় অস্ত্র ঠেকিয়ে ভয় দেখিয়ে নগদ সাড়ে ১২ লাখ টাকা, হোন্ডা ও স্মার্ট কার্ড লুট করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিক কামারখন্দ থানা পুলিশকে জানিয়েছি।
কামারখন্দ থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল লতিফ শুক্রবার দুপুরে জানান ঘটনাটি অবগত হয়েছি। লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।