ঢাকাবুধবার , ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে সাংবাদিকতার নামে ব্ল্যাকমেইল করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র

আলী আশরাফ
এপ্রিল ৬, ২০২৫ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক: সাংবাদিকতা পেশার আড়ালে ব্ল্যাকমেইল মধ্যমে লিটন গং থানায় সাধারন ডায়েরি করে প্রতিটি ঘটনায় চক্রটি হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। ইতিমধ্য এই চক্রটি সিরাজগঞ্জ সদর থানায় সাধারন ডায়েরি করে মিমাংসার নামে প্রায় ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে

সাধারন ডায়েরিতে বলা হয়, পেশাগত কারনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারপিট, প্রাণনাশের হুমকি কিংবা মোটরসাইকেল ভাংচুর করেছে প্রতিপক্ষরা। কিন্তু বাস্তবে যে বিষয়ে সংবাদ করতে গিয়ে মার খেয়েছে, প্রাণনাশের হুমকি বা মোটরসাইকেল ভাংচুর অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বা সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছে, সেই বিষয়ে আদৌ এযাবত কোন সংবাদ প্রকাশ বা সামাজিক যোগাযোগের মাধ্যমেও তা জানা যায়নি। কেননা এই প্রতারক চক্র কোন সাংবাদিক নয়। এরা সাংবাদিকতার আড়ালে নাটক সাজিয়ে থানায় সাধারন ডায়েরি করে। পুলিশ ঝামেলা থেকে বাচঁতে সাধারন ডায়েরি দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তাকে অভিয়োগের আপোষ মিমাংসার কপি দিলে ঘটনাটি মিমাংসা করে দেন।

সাধারন ডায়েরী থেকে জানা যায়, সিরাজগঞ্জ পৌর মালশাপাড়ার মৃত রইচ উদ্দিন এর পুত্র জাহিদুল হক, তার সঙ্গী মামুন, জহুরুল ইসলাম, ইয়ামিন ও লিটন গত ২১ জানুয়ারী ২০২৫ইং তারিখে বিকেল ৩.৩০ মিনিটে এলাকাবাসীর অভিযোগের আলোকে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের রুপের বেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিপন এর কাছে যান। স্কুলে গিয়ে স্কুলটি তালাবদ্ধ পান। তাৎক্ষনিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিপনকে মোবাইল ফোন করে এই চক্রটি। মোবাইল ফোন পেয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিপন ৩টি মোটর সাইকেলযোগে লোকজন নিয়ে এসে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে। হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করার ভারপ্রাপ্ত প্রদান শিক্ষক রিপনকে বিবাদী করে সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারন ডায়েরি করে জাহিদুল হক। পুলিশী ঝামেলা থেকে বাচঁতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিপন তদন্তকারী কর্মকর্তার সহযোগিতায় মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনাটি মিমাংসা করে নেওয়া হয়।

এলাকাবাসী বলেন, ধরে নিলাম সংবাদ সংগ্রহ করতে এসে ৫জন সাংবাদিককে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রর্দশন করা হয়েছে, কিন্তু এই ৫ জন সাংবাদিক কেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের আলোকে সংবাদ প্রকাশ করেনি। সংবাদ প্রকাশ করা বাদ দিয়ে জানুয়ারি মাসের ঘটনা মার্চ মাসে কেন সিরাজগঞ্জ সদর থানায় সাধারন ডায়েরি করেছে।

উল্লেখ্য, এই ৫ প্রতারক সাংবাদিকতা পেশার নাম ব্যবহার করে বহুলী ইউনিয়নের হরিণা দাখিল মাদ্রাসার সুপারের নামে থানায় সাধারণ ডায়েরি করেন। মাদ্রাসার সুপার ফরিদুল ইসলামের সাথে মুঠোফোনে কথা বলে জানা যায় লিটন মাদ্রাসায় গিয়ে হট্টগোল করে থানায় গিয়ে সাধারণ ডায়েরি করলে ইউনিয়নের মুরুব্বিদের নিয়ে বিষয়টা মীমাংসা করা হয় অর্থ নেওয়ার ব্যাপারে জানতে চাইলে জানান কিছু টাকা দেয়া হয়েছে। আলমপুর বাজারে মাংস বিক্রেতার সাথেও এমন টি করে মিমাংসা করে নেয় বলে জানা যায়। তবে এসব কোন ঘটনায় সংবাদ প্রকাশ করতে দেখা গেছে মর্মে তা সাধারন জনগণ দেখেনি।

অভিযুক্ত লিটন গং এর প্রধান লিটনের সাথে মুঠোফোনে অভিযোগের বিষয়ে জানতে চাইলে জানান আপনি যে ব্যাপারটা নিয়ে প্রশ্ন করলেন সেটা ফোনে বলার সিস্টেম নাই। কিন্তু সাংবাদিকতায় বিভিন্ন বিষয়ে লেখাপড়া করার আছে এটার একটা পয়েন্ট আছে । আপনারা যে ব্যাপার টা নিযে উরতেছেন সেটা অন্য রকম বিষয়।এত ওরা ভালো না আমিও উড়তে চাই না। কেউ যদি আশেপাশে থেকে ওরে সেটা আমার দোষ না। এখন উড়ে এসে কোথায় এসে পড়বে। মাটিতে পা থাকবে কি না উরে নিচে পড়বে কিনা এটাও ত দেখা লাগবে।

দৈনিক আলোর জগৎ এর স্টাফ রিপোটার পরিচয়দানকারী জাহিদুল হকের নিকট অভিযোগ দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার ব্যাপারে সাধারন ডায়েরি তে উল্লেখিত ০১৭৯০১৪৭৫১২ নাম্বারে ফোনে জানতে চাইলে ফোন কেটে দেন।

এদিকে এধরণের ঘটনার কারনে সিরাজগঞ্জের প্রকৃত সাংবাদিকদের নিয়ে সচেতন মহলে তৈরি হচ্ছে ভ্রান্ত ধারনা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।