ফিলিস্তিনে গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনে গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সিরাজগঞ্জের কামারখন্দে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকালে জাহানারা নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি আলোকদিয়ার ক্যাম্পাস থেকে বের হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এসময় নাসরীন ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজর শিক্ষক ড.এম এ সবুর,জাহানারা নার্সিং কলেজের প্রভাষক জসিম উদ্দিন, কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দিনকাল পত্রিকার সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজ, দুলাল হোসেন মন্ডল,শিক্ষার্থী গোলাম রাব্বি, মাবিয়া খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। এসময়ে সর্বস্তরের মানুষ সংহতি প্রকাশ করে শহীদ মিনারে সমাবেশে অংশ নেয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।