ঢাকাস্থ রাশিয়ান হাউসের আয়োজনে ও লিজেন্ড ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় বৃহস্পতিবার বিশ্বের প্রথম কৃত্রিম মহাকাশযান স্পুটনিক-১ এর উৎক্ষেপনের ৬৭তম বার্ষিকী উপলক্ষে একটি অস্ট্রোনমি অলিম্পিয়াড এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে লিজেন্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা রুশ ফেডারেশনের জাতীয় সংগীত পরিবেশন করে।
প্রতিযোগিতার অংশ হিসেবে অংশগ্রহণকারীরা আকাশে পরিভ্রমন, মহাকাশ অনুসন্ধান এবং বিখ্যাত রুশ বিজ্ঞানীদের উপর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠান শেষে ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক জনাব পাভেল দ্ভয়েচেনকভ সবচেয়ে সক্রিয় অংশগ্রহণকারীদের স্মারক সনদ প্রদান করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।