ভিয়েতনাম এশিয়ান ওপেন পুলিশ তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সাফল্য, পাঁচটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ
ভিয়েতনামে অনুষ্ঠিত ২০২৪ এশিয়ান ওপেন পুলিশ তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল সাফল্যের স্বাক্ষর রেখে ফিরেছে। ৬ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় বাংলাদেশি খেলোয়াড়রা ৫টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
বাংলাদেশ দলটি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বাংলাদেশ তায়কোয়ান্দো ইউনিয়নের সম্মিলিত উদ্যোগে অংশগ্রহণ করে। দলটির নেতৃত্বে ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম।
০৬ ডিসেম্বরের প্রতিযোগিতায় পুমসে সিনিয়র ক্যাটাগরিতে ৩৪ বছরের নিচের বিভাগে আবু জায়েদ খান এবং শোভো মিয়া ব্রোঞ্জ পদক অর্জন করেন।
৭ ডিসেম্বর, ৫২ কেজি মহিলা বিভাগের ফাইনালে এমএসটি রুফাইদা আনসারিয়া রৌপ্য পদক জয় করেন। একই দিনে ৪৫ কেজি ওজন শ্রেণির পুরুষ বিভাগে মো. মাহমুদ জামান মুসাবা রৌপ্য পদক পান। এছাড়াও, পুমসে জুনিয়র-২ ক্যাটাগরিতে ১৫ থেকে ১৭ বছর বয়সী শোভো মিয়া একটি রৌপ্য পদক জিতে নেন।
৮ ডিসেম্বর, পুমসে পুরুষ ক্যাটাগরিতে ১৮ থেকে ৩০ বছর বয়সের বিভাগে আবু জায়েদ খান রৌপ্য পদক অর্জন করেন। এ ছাড়া, ৪৬ কেজি ওজন শ্রেণিতে মারিন আশরাফি মালয়েশিয়ার প্রতিযোগীর কাছে পরাজিত হয়ে রৌপ্য পদক পান।
তবে, ৫৯ এবং ৬৩ কেজি বিভাগে আরও দুই খেলোয়াড় তৃতীয় রাউন্ড পর্যন্ত পৌঁছেও পদক পাননি।
মোট পদক তালিকা:
রৌপ্য পদক: ৫টি
ব্রোঞ্জ পদক: ২টি
দলনেতা : ব্রিগেডিয়ার জেনারেল মো মুনীরুল ইসলাম, বিকেএসপি
দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন বিকেএসপির কোচ মো. রাশিদুল হাসান। এ দলের ম্যানেজার ছিলেন আব্দুল্লাহ আল নোমান সরকার। বাংলাদেশ তায়কোয়ান্দো ইউনিয়নের সভাপতি মো. রেজাউল করিম এবং সহ-সভাপতিগণ একযোগে এ সাফল্যকে উদযাপন করেছেন।
এ অর্জন বাংলাদেশের তায়কোয়ান্দো খেলাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।