ঢাকাশনিবার , ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে বন্যার পানিতে সাতাঁর কাটতে গিয়ে স্কুলছাত্রী ও কিশোরের মৃত্যু।

অনলাইন ডেস্ক
জুলাই ২৪, ২০২০ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ বিভাগের শেরপুরে বন্যার পানিতে সাতাঁর কাটতে গিয়ে স্কুলছাত্রী ও কিশোরের মৃত্যু
হয়েছে। বৃহস্পতিবার পৃথক ওই দু’টি ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে শেরপুর সদর উপজেলার চরপক্ষমারী ইউনিয়নের খাসপাড়া এলাকার জমসেদ আলীর মেয়ে বন্যা আক্তার (১৪) এবং শ্রীবরদী পৌরসভার তাতিহাটি নয়াপাড়া এলাকার আবু শামার ছেলে আলী আকবর (১৭)। বন্যা চরশ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী এবং আলী আকবর পেশায় কাঠমিস্ত্রী ছিলো। এ নিয়ে গত ৪ দিনে বন্যার পানিতে ডুবে ও সাপের কামড়ে শেরপুরে ৪ জনের মৃত্যু ঘটলো।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির চারিদিকে পানি উঠায় কলার ভেলায় করে কয়েকজন বান্ধবীর সাথে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বন্যার পানিতে সাঁতার কাটতে যায় স্কুলছাত্রী বন্যা আক্তার। কিন্তু আকস্মিকভাবে কলার ভেলাটি উল্টে তার নিচে চাপা পড়ে বন্যা। একসময় স্রোতের টানে পানিতে ডুবে তার মৃত্যু ঘটে।
এদিকে দুপুরে শ্রীবরদী পৌর শহরের তাতিহাটি নয়াপাড়া এলাকায় বন্যার পানিতে টইটুম্বুর মিরকি বিলে কিশোর কাঠমিস্ত্রী আলী আকবরসহ একদল যুবক সাঁতার কাটতে যায়। ওইসময় সবার অজান্তে বিলের পানিতে তলিয়ে যায় আলী আকবর। কিছুক্ষণ পর তার সাথের যুবকরা পানিতে খুঁজতে খুঁজতে প্রায় ৭/৮ ফুট পানির নিচ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। পরে আলী আকবরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।