মহেশখালীতে পুলিশের অভিযানে মাতারবাড়ী সর্দার পাড়া এলাকা থেকে ওয়ার্ড শ্রমিকলীগ সাধারণ সম্পাদক সহ মা ছেলেকে আটক করেন।
এই সময়ে তাদের হেফাজত থেকে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করে।
আজ ২৯জুলাই বুধবার সকাল সাড়ে ৭টায় মাতারবাড়ী
পুলিশ ক্যাম্পের এসআই শাহজাহান এরনেতৃত্বে গোপন
সংবাদের ভিত্তিতে মাতারবাড়ী সর্দার পাড়ার হাবীবুর
রহমানের বসত বাড়ীত অভিযান চালায়।
এ সময় হাবীবুর রহমানের বসত বাড়ীতে রক্ষিত ২টি ট্যাংকি ভর্তি (৬০) ষাট লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করে মা ও মেয়েকে অাটক করে।
আটককৃতরা হলেন সর্দার পাড়ার হাবীবুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫) তার ছেলে ইস্তাফিজুর রহমান (৩৫),আটক ইস্তাফিজুর রহমান জাতীয় শ্রমিকলীগ মাতারবাড়ী ইউনিয়ন শাখার ৯নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোঃ দিদারুল ফেরদৌস জানানঃ-
আটক কৃতরা মাদকের সাথে সম্পৃক্ততা ছিল,তাদের বিরোদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে।
মাদকের সাথে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলবে।