হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের পাচিল মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে মোঃ শামীম (৩০) নামে ওই যুবককে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ পুলিশ সুপারের নির্দেশক্রমে গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মোঃ ওয়াদুদ আলী, পিপিএম নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় খোকশাবাড়ী ইউনিয়নের পাচিল মধ্যপাড়া গ্রামের মোঃ ওয়াজেদুল ইসলাম জুয়েলের পুকুরের উত্তর পারে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে মোঃ শামীমকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
শামীম খোকশাবাড়ী ইউনিয়নের পাচিল মধ্যপাড়া গ্রামের মোঃ ওয়াজেদুল ইসলাম জুয়েলের ছেলে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খোকশাবাড়ী ইউনিয়নের পাচিল মধ্যপাড়া গ্রামের অভিযান চালিয়ে আসামিকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাকে সিরাজগঞ্জ সদর থানায় হহস্তান্তর করা হয়েছে। সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।