তাজ এন্টার প্রাইজের সুপারভাইজার নিহত বাবুল (৪০) ঠাকুরগাঁ জেলার রানীশংকর থানার নেকমতপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ গ্রামের রাজেকুল ইসলাম, মাজেদুল ইসলাম, শুভ শেখ, দুলালী বেগম, রোমানা খাতুনসহ ২০ জন আহত হয়েছে। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোর রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক মহাসড়কের রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এ সময় রেলক্রসিং গেইট খোলা ছিল।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী বলেন, ভোরে ঠাকুরগাঁও থেকে মুন্সীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস শহর হয়ে কড্ডার মোড় রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রেলক্রসিংয়ের গেইট খোলা থাকায় রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন এসে বাসটির পিছনে ধাক্কা দেয়। এ ঘটনায় ১ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্য ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ দুর্ঘটনায় পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ ১ ঘন্টা সময় জন্য বন্ধ থাকে। পরে জামতৈল স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন এনে পরিবর্তন করে পদ্মা এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছে। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।