হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীগের সভাপতি সাইদুল ইসলাম রাজার বিরুদ্ধে ভুমিদস্যু ছগির আলীর দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা চাঁদাবাজীর মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করেছেন ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১০ জুন) বিকেলে ১০নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে এই প্রতিবাদ করা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গত (৮ জুন) সকালে সয়দাবাদ ইউনিয়নের জারিলা গ্রামের শালিসী বৈঠক শেষে ওই গ্রামের ভুমিদস্যু ছগির আলীর মধ্যে আওয়ামীলীগের সভাপতির কথা কাটাকারীর জেরে এই মিথ্যা মামলাটি করা হয়েছে।
ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শামসুল হক শিকদারের সভাপতিত্বে এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আলহাজ মাসুদ রানা, ইউসুফ মোল্লা, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আলহাজ্ব নবিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রফেসর সেরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক ফিরোজ আহম্মেদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক রিগেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক স্বাধিন হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুবেল খান, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি ফুয়ারা খাতুন, সাধারণ সম্পাদক রিতা তালুকদার, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সোহাগ ইসলাম পথিক।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাবেক পুলিশ কর্মকতা ছগিরের নৈরাজ্য বেড়েই চলছে। তার নৈরাজ্যের কারণে এলাকার সাধারণ মানুষসহ ইউনিয়নের জনগণকে জিম্মি করে বিভিন্ন সময় দরিদ্র পরিবারের জায়গা জোরপুর্বক দখল ও মারপিট করে আসছে। এতে সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে রাখে তিনি। তার অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলেই তার ক্যাডার বাহিনী দ্বারা সাধারণ মানুষদের নির্যাতন করান তিনি।
প্রতিবাদ সভায় ৭২ ঘন্টার মধ্যে সাইদুল ইসলাম রাজার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, মামলা প্রত্যাহার না হলে মহাসড়ক অঞ্চলিক সড়কসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়াও আজ থেকে সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগসহ সকল অঙ্গ সংগঠনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ‘মিথ্যা মামলা’ তুলে নেওয়ার দাবিতে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।
এসময় ১০নং সয়দাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকসহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।