দেশব্যাপী বিএনপি-জামাতের অগ্নিসংযোগ সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জ বিক্ষোভ সমাবেশ ও মিছিল
দেশব্যাপী বিএনপি-জামাতের অগ্নিসংযোগ সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জুলাই) বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে এ মিছিল শহর প্রদক্ষিন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসেরন সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। সমাবেশে আরো বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, এ্যাড. বিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা ইসহাক হাজি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুল হাকিম, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক সেলিম আহমেদ।
এছাড়াও সমাবেশে জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, যুব মহিলালীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।