শেখ হাসিনার জন্মদিনে হাফেজদের নিয়ে দোয়া করলেন ছাত্রলীগ কর্মী ওমর ফারুক ডলফিন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী ওমর ফারুক ডলফিন। আজ বৃহস্পতিবার বাদ মাগরিব সিরাজগঞ্জ শহীদগঞ্জ মাদ্রাসায় দোয়া মাহফিল করা হয়।
দোয়া মাহফিলে ওমর ফারুক ডলফিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশকে উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা মোতাবেক প্রতি বছরই আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে দোয়ার আয়োজন ও খাবার বিতরণ করি। এবছরও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মসূচি শেষে হাফেজদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ করলাম। আগামীতেও ইনশাল্লাহ আমি এই আয়োজন করে যাব।
দোয়ায় প্রথমে মহানবী হযরত মুহাম্মদ (স:) এর জন্মদিন ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে দোয়া করা হয় এরপর জাতির পিতা বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের নিহত সদস্যদের জন্য দোয়া করা হয় এবং তারপর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দীর্ঘায়ু কামনা করে মোনাজাত শেষ হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য জনাব মোস্তফা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী হিমেল, শরিফুল হক এবং সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাহস খান, জিম আহমেদ সহ অন্যান্য মুসল্লিরা উপস্থিত ছিলেন।