যুগের কথা প্রতিবেদক: ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় ৪ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা।
শুক্রবার (১৩ আগষ্ট) বিকেলে সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
মাদক কারবারিরা হলো, রংপুর জেলার পীরগঞ্জ থানার বড় করিমপুর গ্রামের মৃত বনমালীর ছেলে শ্রী সুজন চন্দ্র (৩২), শ্রী যতীনের ছেলে শ্রী যতীশ চন্দ্র (৩৫) ও শ্রী কাঞ্চন চন্দ্রের ছেলে শ্রী বিজয় চন্দ্র (৩০)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রওশন আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বগুড়া গ্রামে বাসে তল্লাশী করা হয়। এ সময় শ্যামলী এন,আর ট্রাভেলস নামক বাসের যাত্রীর নিকট থেকে ৪ হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। সন্ধ্যার দিকে উদ্ধারকৃত আলামত সহ মাদক কারবারিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।