সিরাজগঞ্জ- ৩তাড়াশ রায়গঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুল আজিজ এমপি বলেছেন, সমবায়ের আদর্শকে বুকে ধারন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কথায় বলে দশে মিলে করি কাজ, হারিজিতি নাহি লাজ। সম্মনিত উন্নয়ন হচ্ছে সমবায়ের মূলমন্ত্র।মে কাজটি আপনার একার জন্য করা কঠিন সেই কাজ সবাই মিলে করলে খুব সহজেই হবে।তাইতো বলি, দলের লাঠি, একের বোঝা। যে কোন কঠিন কাজ সবাই মিলে করলে সহজে হয়। শনিবার (৪নভেম্বর) জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা খালিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, তাড়াশ পৌর মেয়র মোঃ আব্দুর রাজ্জাক, ভাইস-চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন। “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, জুলফিকার আলী ভুট্টো, তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কাল্ব এর চেয়ারম্যান, প্রধান শিক্ষক মোঃ আইয়ুবুর রহমান রাজন, মাকড়শোন সমবায় সমিতির সভাপতি মোঃ শাহ আলম প্রমূখ। আলোচনার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি তাড়াশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রধান অতিথি সমবায়ে বিশেষ অবদান রাখায় সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। #
এম মামুন হুসাইন, তাড়াশ