শাহিন রেজা : আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনের ২ জন সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করেছেন উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নবী নেওয়াজ খান বিনুর হেলিকপ্টার মার্কার পক্ষে প্রচার প্রচারণা ও মোটরসাইকেল নিয়ে শোডাউন করায় তাদেরকে প্রত্যাহার করা হয়।
প্রত্যাহার হওয়া দুই সহকারী প্রিজাইডিং অফিসার হলেন, উপজেলার শালী বনানী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রেজাউল করিম ও এম এম রবিউল আলম। তারা একই উপজেলার বাঙ্গলা ইউনিয়নের কুচিয়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রিজাইডিং হিসাবে দায়িত্ব পেয়েছিলেন।
এদিকে প্রত্যাহার হওয়ার দুই শিক্ষকের কাছে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণার বিষয়টি জানতে চাইলে তারা বলেন, আমরা কোন প্রার্থীর পক্ষে মোটরসাইকেল শোডাউন বা কোন ধরনের প্রচার প্রচারণা করিনি।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা বলেন, ১৯ মে এক প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা ও মোটরসাইকেল শোডাউনের অভিযোগ তদন্তে তাৎক্ষণিক তাদের সহকারী প্রিজাইডিং অফিসার থেকে প্রত্যাহার করে নতুন করে সহকারী প্রিজাইডিং হিসাবে দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।