ঢাকারবিবার , ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কামারখন্দে এক খামারে মারা গেল ৫ হাজার মুরগি

রাইসুল ইসলাম রিপন, কামারখন্দ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের কামারখন্দে এক খামারে বিক্রির আগমুহূর্তে ৫ হাজার সোনালী জাতের মুরগি মারা গেছে। গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে আব্দুর রাজ্জাকের খামারে এসব মুরগি মারা যায়।
কামারখন্দ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন মো. ফরহাদ হোসেন চৌধুরী বলেন, ‘আমাদেরকে খামারি এখনো জানাননি। তবে ময়নাতদন্ত করলে জানা যাবে মুরগিগুলো কোন রোগে মারা গেছে।
খামারির পরিবার জানায়, ব্যাংক থেকে ১১ লাখ টাকা ঋণ নিয়ে সাড়ে ৭ হাজার মুরগির বাচ্চা কিনে খামারে তোলেন আব্দুর রাজ্জাক। চার মাস লালন-পালন করার পর মুরগিগুলোর ওজন হয় গড়ে ১ কেজি ২০০ গ্রাম। বিক্রির আগমুহূর্তে হঠাৎ অজানা রোগে তাঁর ৫ হাজার মুরগি মারা গেছে। বাকি আড়াই হাজার মুরগি কম দামে স্থানীয় বাজারে বিক্রি করেছেন।
খামারি আব্দুর রাজ্জাক বলেন, ‘২০২২ সালে ব্যাংক ঋণ ও নিজের জমানো পুঁজি নিয়ে ১৫ লাখ টাকায় ব্যবসা শুরু করি। এখন পর্যন্ত চারবার মুরগি তুলে বিক্রি করেছি। অল্প টাকা লাভ হয়েছিল। কিন্তু অজানা এক রোগে আমার প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়ে গেল। আমি এখন কীভাবে ব্যাংকের ঋণ শোধ করব জানি না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।